Tuesday, October 18, 2011

তথ্যপ্রযুক্তিবিষয়ক ইয়ার-বুক


তথ্যপ্রযুক্তির ওপর প্রকাশিত হবে একটি ইয়ার-বুক। ‘প্রিয় টেক ২০১১’ নামের এ বইয়ে থাকবে তথ্যপ্রযুক্তিতে ঘটে যাওয়া নানা ঘটনা, নতুন প্রযুক্তির খবর, প্রযুক্তি বিষয়ক ব্লগ, মতামতসহ এ বছরের বাংলাদেশ এবং বিশ্বের প্রযুক্তির নানা খবর। একুশের বইমেলায় প্রকাশিত বইটিতে আগ্রহীরা লেখা দিতে পারবেন। বিস্তারিত জানা যাবে http://tech. priyo.com/book-priyo-tech-2011.html
ঠিকানায়।

No comments:

Post a Comment