Sunday, December 4, 2011

রোমান্টিক জোকস(romantic Jokes)

1.
"আমি আমার বিশ্ববিদ্যালয় এর গণ্ডি পার হতে পারিনি"...... বিল গেটস
 " ছোটবেলাতে আমি জুতা সেলাই করতাম"....... আব্রাহাম লিঙ্কন
 "আমি পেট্রোল পাম্প এ কাজ করতাম"..... আম্বানি "ভারতের আম্বানি গ্রুপ এর প্রতিষ্ঠাতা"
." আমি ফুটবল ট্রেনিং এর টাকার জন্য চা সরবরাহের কাজ করতাম... লিওনেল মেসি
 ."আমি বাস কন্ডাক্টর ছিলাম"...... রজনিকান্ত
পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না
সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়!! \♥/



2.
এক লোকের স্ত্রী এক যায়্গায় একটা সাইনবোর্ড দেখোলো।

সিল্কের শাড়ি= ১০ টাকা।

জামদানি শাড়ি= ৮ টাকা।

এটা দেখে সে তার স্বামীকে বললো- কি বিশাল ডিসকাউন্ট, অবিশ্বাস্য,.. ডার্লিং, আমাকে ৩০০ টাকা দেও। আমি ২০-৩০ টা শাড়ি কিনবো।
 ........
স্বামী- আরে জান্, ওটা তো লন্ড্রির সাইনবোর্ড্।

3.
ইচ্ছে করতাছে বিয়াডা কইরাই ফালাই ।
তো এই জন্যে কাজী অফিসে ও গেছিলাম . . .
আমি: আসতে পারি ?
… কাজী: আসুন ।
আমি: ধন্যবাদ ।
কাজী: বসুন এবং বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি ?
আমি: জ্বি . .(ম ম ম) মানে এক জন ছাত্রের বিয়ে করতে কি কি লাগে ?
কাজী: কার জন্য?
আমি: আ আ আমার জন্য ।
কাজী: পাত্রী লাগবে,এস এস সি পরীক্ষার সনদ, দুই জন সাক্ষী , একশ টাকার স্ট্যাম্পে র একটা দলিল । আর বাকি থাকে কাবিন নামা ।ঐটার ব্যবস্থা আমি করব । বাকী গুলার ব্যবস্থা আপনি করেন ।
আমি: সব ব্যবস্থাই করতে পারব । তয়একটা কথা ছিল ।
কাজী: কী কথা ?
আমি: পাত্রীর এই খানে আসাটা কী জরুরি? ওরে না জানায়া কাজটা সারাযায় না ? ধরেন ওরে একটা সারপ্রাইজ দিলাম আর কি !!!

4.
এক লোক একটা অভিজাত রেষ্টুরেন্ টে ঢুকে দেখল তিনটা দরজা
১ম দরজায় লিখা: চাইনিজ খাবার
২য় দরজায় লিখা: বাঙালী খাবার
৩য় দরজায় লিখা: ইংরেজ খাবার
লোকটি তার পছন্দ অনুযায়ী চাইনিজখাবারের দরজায় ঢুকলে সেখানে আরোদুটি দরজা দেখতে পেলেন
১ম দরজায় লিখা: বাড়ি নিয়া খাইবেন
২য় দরজায় লিখা: হোটেলে খাইবেন
লোকটি হোটেলে খেতে চেয়েছিল তাই হোটেলে খাইবেন লিখা দরজায় ঢুকলেসেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন
১ম দরজায় লেখা: এসি
২য় দরজায় লেখা: নন এসি
লোকটি এসি রুমে খেতে চেয়েছিল তাই সে এসি লিখা দরজাটায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন
১ম দরজায় লিখা: ক্যাশ খাইবেন
২য় দরজায় লিখা: বাকি খাইবেন
লোকটি ভাবল বাকি খেলেই ভাল হয় তাই সে বাকি খাবেন দরজা টা খুলে বেরোতেই সে নিজকে রাস্তার মধ্যেপেল:


No comments:

Post a Comment