Thursday, November 3, 2011

উইন্ডোজে কপিরাইট ও হালনাগাদ করার সমস্যা




উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ক্ষেত্রে একটি সমস্যা প্রায়ই দেখা দেয়। আর তা হচ্ছে উইন্ডোজের কপিরাইট ও হালনাগাদ করার সমস্যা। কারণ আমাদের দেশে বেশিরভাগ ব্যবহারকারী উইন্ডোজের লাইসেন্সবিহীন কপি ব্যবহার করে থাকেন। যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তাদের অধিকাংশ না বুঝেই ডেস্কটপের টাস্কবারে প্রদর্শিত Your computer might be risk এই অপশনে ক্লিক করেন এবং পরবর্তী ধাপগুলোয় অগ্রসর হতে থাকেন। ফলে শেষ পর্যন্ত উইন্ডোজ জেনুইন বা কপিরাইট সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানে নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করুন :

১. প্রথমে ডেস্কটপে My Computer নির্বাচন করা অবস্থায় রাইট ক্লিক করুন এবং তারপর Property-তে ক্লিক করুন। এখানে Automatic Updates ট্যাবে ক্লিক করুন। এর অধীনে Turn Off Automatic Updates অপশন নির্বাচন করুন।
২. এরপরে Hardware ট্যাবে ক্লিক করুন। এর অধীনে Windows Update এ ক্লিক করুন। এবার Click Never Search Windows Update for Driver অপশন নির্বাচন করুন এবং OK বাটনে ক্লিক করুন। আবার OK বাটনে ক্লিক করুন।
৩. এবার স্টার্ট বাটনের অধীন Run অপশনে ক্লিক করুন। এখানে msconfig লিখে এন্টার চাপুন। এরপর Service ট্যাবে ক্লিক করুন এবং Automatic Updates, Security দুটি ইভেন্টে ক্লিক করার মাধ্যমে অকার্যকর করুন।
৪. BOOT.INI ট্যাবে ক্লিক করে Check All Boot Paths নির্বাচন করার পর OK বাটনে ক্লিক করুন। আবার OK বাটনে ক্লিক করুন।
৫. এই পর্যায়ে RESTART অপশন আসে। RESTART বাটনে ক্লিক করলে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার পর আবার চালু হতে থাকে। রিস্টার্ট হওয়ার পর System Configuration Utility নামে একটি উইন্ডো চলে আসে। এই অপশন নির্বাচন করে OK বাটনে ক্লিক করুন। ফলে আগে প্রদর্শিত আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কপিরাইট ও হালনাগাদ করার সমস্যা দেখা দেবে না।

No comments:

Post a Comment