বাংলালিংক ও জীবন বীমা করপোরেশন (জেবিসি) গতকাল মোবাইল ফোনভিত্তিক একটি ইলেকট্রনিক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট সার্ভিস বা জীবন বীমার প্রিমিয়াম প্রদান সেবা চালু করেছে। জেবিসির পলিসি হোল্ডারদের জন্য চালু করা নতুন সেবাটির নাম দেয়া হয়েছে ‘বাংলালিংক মোবাইল ক্যাশ ইন্স্যুরেন্স পে’। ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। এ সময় উপস্থিত ছিলেন জেবিসি চেয়ারম্যান ও পরিচালক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, জেবিসির এমডি পরীক্ষিত দত্ত চৌধুরী, বাংলালিংকের ভারপ্রাপ্ত সিইও মোহামেদ ওসমান। এই সেবার আওতায় দেশব্যাপী জীবন বীমা করপোরেশনের (জেবিসি) পলিসি হোল্ডাররা নিজ নিজ মোবাইল ফোন অথবা বাংলালিংক ক্যাশ পয়েন্ট লেখা আউটলেটগুলোর মাধ্যমে তাদের জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। অন্যদিকে বাংলালিংকের গ্রাহকরাও তাদের মোবাইল ওয়ালেট ব্যালেন্স ব্যবহার করে নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে জীবন বীমার প্রিমিয়াম জমা দিতে পারবেন। এছাড়াও গ্রাহকরা তাদের জীবন বীমা পলিসি শিডিউলের প্রিন্ট কপি নিয়ে যে কোনো বাংলালিংক মোবাইল ক্যাশ পয়েন্ট লেখা খুচরা আউটলেটগুলোতে গিয়ে প্রিমিয়াম পরিশোধ ও টাকার রসিদ সংগ্রহ করতে পারবেন।
No comments:
Post a Comment