হালনাগাদ সংস্করণের সিমবিয়ান অপারেটিং সিস্টেম চালিত নকিয়া ৭০০, নকিয়া ৭০১ ও নকিয়া ৬০০ মডেলের তিনটি স্মার্টফোন বাজারে এসেছে। তিনটি স্মার্টফোনেই রয়েছে সিঙ্গেল-ট্যাপ এনএফসি প্রযুক্তি শেয়ারিং ও পেয়ারিং সুবিধা। মাত্র ৯৬ গ্রাম ওজনের নকিয়া ৭০০ স্মার্টফোনে রয়েছে ১ গিগাহার্টজ প্রসেসর, ৩.২ ইঞ্চি এমোলেড পর্দা, ২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, এইচডি ভিডিও ও লেড ফ্ল্যাশসহ ৫এমপি ফুল ফোকাস ক্যামেরা সুবিধা। নকিয়া ৭০১ স্মার্টফোনে রয়েছে ১ গিগাহার্টজ প্রসেসর, ডুয়াল এলইডি ফ্ল্যাশসহ ৮এমপি ফুল ফোকাস ক্যামেরা ও ২এঙ্ ডিজিটাল জুম, দ্বিতীয় ফ্রন্ট ফেসিং ক্যামেরা ও এইচডি ভিডিও। নকিয়া ৬০০-এ রয়েছে ১ গিগাহার্টজ প্রসেসর, এলইডি ফ্ল্যাশসহ ৫এমপি ফুল ফোকাস ক্যামেরা ও এইচডি ভিডিও সুবিধা।
No comments:
Post a Comment